বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
তেহরানে ভয়াবহ পানি সংকটের শঙ্কা, সতর্ক করলেন পেজেশকিয়ান ভারতের অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান করা গিলকে একাধিক রেকর্ড ডাকছে ‘সন্তানের বাবা হয়েও সে আমাকে ধ্বংস করার পথ বেছে নিল’ রুট কি শচীনের রেকর্ড ভাঙতে চান? দুদকেও দুর্নীতি আছে, কমানোর চেষ্টা চলছে: দুদক চেয়ারম্যান সন্তানদের নিয়ে দিল্লিতে কারিশমা, সঞ্জয়ের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে নতুন মোড়! নিজের ছেলের কিডনি দিয়ে দুই রোগীর জীবন বাঁচালেন চিকিৎসক মা আ. লীগ কর্মীদের প্রশিক্ষণ, সেনাবাহিনীর হেফাজতে মেজর সাদিক ‘আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি’ ইরান থেকে জ্বালানি কেনায় ছয় ভারতীয় কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পাবনায় সাবেক ছাত্রদল নেতা সুইটের বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ

আর কে আকাশ,পাবনা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১২৭ Time View

আর কে আকাশ,পাবনা প্রতিনিধি: পাবনার পৌরসভার দক্ষিণ রাঘবপুরে আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের বিরুদ্ধে ব্যবসায়ীর জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী ব্যবসায়ী রইস উদ্দিন জানান, পৌরসভার অর্ন্তগত দক্ষিণ রাঘবপুর মৌজার (মহিষের ডিপু মোড়ের ঢাকা রোডের পাশে) বায়নাকৃত রেজিস্ট্রার দলিল মূলে সোয়া তিন কাঠা জমি রয়েছে। উক্ত জমির মালিকানা দাবী করে মৃত হবিবর রহমানের ছেলে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি তসলিম হাসান খান সুইট আমাদের সাথে বিবাদ সৃষ্টি করলে তাকে বিবাদি করে আমরা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করি। যার নং-৫০০/২০২০ (অপর প্রকার)। ১২/০১/২০২১ ইং তারিখে বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনানী শেষে উক্ত জমির উপর নিষেধাজ্ঞা (স্থিতাবস্থা) জারি করেন। যা অদ্যবদি বলবদ রয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধিন রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিকে পুঁজি করে গত ০৬/০৮/২০২৪ ইং তারিখে আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে একদল দুর্বৃত্তকে সাথে নিয়ে বিবাদি তসলিম হাসান খান সুইট উক্ত জমি জবর দখল করে নির্মান কাজ করছেন। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে প্রাণনাশের হুমকী দেয়া হয়। আমি পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।এসময় তিনি গণমাধ্যমকর্মীদের কাছে বিচারাধিন জমির উপর নির্মান কাজ বন্ধ এবং উক্ত জমির উপর নিষেধাজ্ঞা (স্থিতাবস্থা) জারির আদেশ বাস্তবায়নে সংবাদ প্রকাশের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সহায়তা চান। এ বিষয়ে দেশের সার্বিক পরিস্থিতির কারণে পাবনা সদও থানার কার্যক্রম নিষ্কিয় থাকায় আইনী সহযোগীতা স্থবির রয়েছে। তবে এ বিষয়ে সেনাবাহিনীর সাথে যোগাযোগের প্রক্রিয়া চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৪,/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit