মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে স্বাক্ষাৎ করে খোঁজ খবর নিয়েছেন ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা।গতকাল হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে বম্বু ইউনিয়নের সভাপতি ফিরোজ মন্ডল স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে সংখ্যালঘুদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে সার্বক্ষনিক পাশে থাকার আশ^াস দিয়ে তাদের মাঝে খাবার বিতরণ করেন।পরে বম্বু ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সাথে মন্দিরের সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন। এসময় তিনি কোন দুষ্কৃতিকারী যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে এজন্য সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দেন। মন্দির কর্তৃপক্ষ বিএনপি নেতৃবৃন্দকে তাদের এমন উদ্যোগের জন্য সন্তোষ প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
কিউএনবি/অনিমা/০৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০২