ডেস্ক নিউজ : বুধবার (৭ জুলাই) সকাল থেকেই শিক্ষার্থীরা এসব কাজে নেমে পড়েন। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি যুব রেড ক্রিসেন্ট ও ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরাও শহরের একরামপুর মোড়, পুরানথানা মোড়, গৌরাঙ্গ বাজার ও কালীবাড়ি মোড়সহ এলাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে।
এসব কর্মী অটোরিকশাসহ অন্যান্য যানবাহনকে ট্রাফিক আইন মেনে সারিবদ্ধভাবে চলাচলে পরামর্শ দিচ্ছেন শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশ কাজ শুরু করার আগে পর্যন্ত শহরের রাস্তা পরিষ্কার রাখা ও ট্রাফিক ব্যবস্থা পরিচালনার কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৪,/রাত ১০:২৮