মোঃ মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও অংশ নেয়।
বুধবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বর, জামতলা মোড়, কলেজ মোড়,বাজার রোড, থানা রোড ও কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বেশ কয়েকটি সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায় শিক্ষার্থীরা। একই সাথে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায় তাদের।
সাধারণ শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। গত কয়েক দিনের অসহযোগ আন্দোলনে বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটা,পোড়া ময়লার স্তুপের কারণে মানুষের স্বাভাবিক চলাচল বিঘ্ধিসঢ়;নত হচ্ছিল।
এসব ইটপাটকেলসহ শহরের নানা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ গ্রহন করে তারা। এ কর্মসূচি চলমান থাকবে বলে জানায় শিক্ষার্থীরা। এই পরিচ্ছন্ন কর্মসূচীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখা, বাংলাদেশ স্কাউটস, গ্রীন ভয়েস, ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি, আলোক বর্তিকা ও ইসলামী ছাত্র শিবির অংশ গ্রহন করে।
কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩