ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৬ আগস্ট) ভারতভিত্তিক গণমাধ্যম নিউজ-১৮ এ তথ্য নিশ্চিত করেছে। নিউজ-১৮’র প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র প্রত্যাহার করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার বোন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। তিনি শিগগিরই যুক্তরাজ্যে চলে যেতে পারেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় থাকেন যুক্তরাষ্ট্রে। অন্যদিকে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল থাকেন ভারতের দিল্লিতে।
এদিকে, শেখ হাসিনার পদত্যাগের পর প্রধান প্রধান রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা শেষে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভাষণে তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কার্যক্রম পরিচালনা করব। সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে।
কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/রাত ৯:০৫