মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

ভোলাহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতির রক্ষায় জামায়াতের উদ্যোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

আলি হায়দার রুমান,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : দীর্ঘ ১০ বছর পর দলের উপজেলা অফিস খুলেছে ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০ টার দিকে নেতাকর্মীরা মেডিকেল মোড় দলীয় অফিসে যান। এরপর জামায়াত- শিবিরের নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য ভোলাহাট উপজেলার প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে জামায়াত শিবির ও জনগনকে নিয়ে কমিটি গঠন ও শুকরানা সভার উদ্যোগ নেয়া হয়।

সভায় গতকাল বিকেল থেকে উপজেলার বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে হামলা অগ্নী সংযোগের বিষয় নিয়ে আলোচনা করেন নেতারা।তাঁরা বলেন ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। বিশেষ করে ব্যবসা প্রতষ্ঠান, ঘরবাড়ি ও সহায়-সম্পত্তির ওপর হামলা করে ভোলাহাটে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে।জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংগ্রামী জনসাধারণকে এই ধরনের কোনো পরিস্থিতি কেউ যাতে তৈরি করতে না পারে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের হামলা করতে না পারে, সে উদ্দেশ্যে পাহারাদারের ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান হয় ।

আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করে মেডিকেল মোড় চত্বরে পথসভারবক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ  জেলার কর্মপরিষদ সদস্য গোলাম কবির গোলাপ বলেন,সকল ব্যাবসিক ভায়েরা আপনারা একতা হয়ে থাকবেন। কেউ আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করলে প্রতিহত করবেন। স্বৈরশাসক খুনির কাছ থেকে আমারাআর কারো কাছে লুটপাটের জন্য এই দেশ ছেড়ে দিবনা। আমরা বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়তে চায়। ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা করার আহ্বান জানান।পরে নেতা কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকতা তাহমিদা আক্তার ও ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সুমন কুমারের সাথে সাক্ষাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কথা বলেন জামায়াত শিবিরের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য গোলাম কবির গোলাপ, উপজেলা আমীর মাও. শামসুজ্জামান আলকাশ, সেক্রেটারী আনুয়োরুল ইসলাম, নায়েবে আমীর মো. তৌহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমীর তাজ্জামুল হক, দলদলী ইউনিয়ন আমীর মাও. মো. আমিনুল ইসলাম, জামবাড়িয়া ইউনিয়ন আমীর আব্দুল বাশির, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. মোক্তারুল আসলাম,সেক্রেটারী মো. সালাউদ্দিন আহম্মেদ, উপজেলা শিবিরের সাবেক সভাপতি মাসুদ রানা, মো. মাসুদ রানা সুমন, সোহেল রানা, মিনহাজুল ইসলাম, মো. আনুয়ারসহ উপজেলা জামায়াত শিবির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit