আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : আমেরিকা প্রবাসীর উদ্যোগে সমন্বয়ক নুর ইসলাম বর্ষণ কর্তৃক শুক্রবার বিকালে ডোমার রেল স্টেশন সংলগ্ন বিশ্রাম হোটেল হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ সমিতির সমন্বয়কারী ডাঃ ফিরোজ আলম চিনু।নুরল ইসলাম বিএসসি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু।
এ সময় অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান পরিষদের বিভাগীয় সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী, ডিমলা জনতা কলেজের সাবেক অধ্যাপিকা ডেইজী নাসনীন মাশরাফী নীনা, পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে অসুস্থ অসহায় রোগীদের চিকিৎসা জন্য আর্থিক সহায়তা হিসাবে মোট ১লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করা হয়।
কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৩১