খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর পৌরসভায় ২০২৪-২০২৫ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বুধবার দুপুর ১২টায় শরীয়তপুর পৌরসভার হলরুমে ৮০ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ৫৯০ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র পারভেজ রহমান। এসময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা এনামুল হক, নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন সোহেল, পৌর কাউন্সিলরগণ ও সুধিজন উপস্থিত ছিলেন। এসময় পৌরকর, ব্যসায়িক লাইসেন্স ফি, দোকান ভাড়া ও পানির বিলসহ যাবতিয় পাওনা পরিষদ করে উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করার জন্য সকলকে আহবান জানান মেয়র পারভেজ রহমান।
মেয়র পারভেজ রহমান জন বাজেট ঘোষণাকালে বলেন, পৌরসভার নির্ধারিত কোন কবরস্থান ছিল না। ফারুক আহমেদ তালুকদার কবরস্থানের জন্য জমি দিয়েছে। সেখানে কবরস্থান নির্মাণ চলছে। আনিছ উদ্দিন মিয়া ও হাতেম ঢালী হাসপাতাল নির্মাণের জন্য জমি দিয়েছেন। তাছাড়া পৌরসভার পানি নিস্কাসনের জন্য ড্রেন ও শতাধিক রাস্তা নির্মাণ কাজ চলমান রয়েছে। একটি বড় প্রকল্প রয়েছে পানি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে বিশুদ্ধ পানির সুব্যবস্থা হবে। এছাড়াও পরিচ্ছন্ন কর্মীদের বাসস্থানের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। টেকসই উন্নয়নের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতায় আমরা শরীয়তপুর পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলব।
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৪,/সন্ধা ৭:৫৫