আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২৬ জুলাই) স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে একটি সম্মেলনে যোগ দেন ট্রাম্প। বক্তব্যের শুরুতে রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, আমি সুস্থ হয়েছি। এমনকি কানে থাকা শেষ ব্যান্ডেজটিও খুলে ফেলেছি। আমি এটা মাত্রই খুললাম। কানের সবশেষ ব্যান্ডেজ খোলার আনুষ্ঠানিক ঘোষণা দিতেই উল্লাস জানান তার সমর্থকরা।
এদিন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিসের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তার দাবি, কামালা হ্যারিস ক্ষমতায় এলে কট্টর বামপন্থি বিচারক নিয়োগ দিয়ে সুপ্রিম কোর্টকে নিজেদের নিয়ন্ত্রণে নেবে ডেমোক্র্যাটিক পার্টি। কিন্তু তা হতে দেয়া হবে না বলে সাফ জানান রিপাবলিকান এই প্রার্থী। ইসরাইলের প্রতি সমর্থন দিয়ে তেল আবিবের আত্মরক্ষা নীতিকে আবারও সমর্থন জানান ট্রাম্প। পরিষ্কার করেন নিজের চীন নীতিও।
নির্বাচনী প্রচারণায় ধনকুবের ইলন মাস্কের সমর্থনকে সাধুবাদ জানালেও বৈদ্যুতিক গাড়ির সমালোচনা করে তিনি বলেন, এমন নো বৈদ্যুতিক গাড়ি তিনি চান না যা খুব বেশি দূর ভ্রমণ করতে সক্ষম নয়। তা ছাড়া এগগুলো চীনের বানানো বলেও কটাক্ষ করেন ট্রাম্প। অপরাধী ও মাদক ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেয়া হয়েছে দাবি করে আবারও কঠোর অভিবাসন নীতির ইঙ্গিত দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
সম্প্রতি পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। ট্রাম্পকে হত্যাচেষ্টার তদন্তের দায়ভার পড়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ওপর। এরই ধারবাহিকতায় তদন্তের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৪,/রাত ৮:১৫