স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শনিবার মাঠ পর্যায়ে সীমানা নির্ধারন, বন্টন ও ভূমি বিরোধ নিষ্পত্তি কাজে সার্ভেয়ারদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা সর্ভেয়ার সমবায় সমিতি লি: এর উদ্যোগে পৌরসভা প্রাথমিক বিদ্যালয়ে সকাল নয়টা থেকে কর্মশালা শুরু হয়ে বিকেল পাঁচটায় সমাপ্ত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সার্ভেয়ার সমবায় সিমিতির সভাপতি তরুন কুমার শীল। সমিতির সাধারন সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মজনুর রহমান। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সদস্য কল্যান কুমার সরকার, মুনছুর রহমান, আব্দুর রাজ্জাক, নাজমুল হুদ্,া আনিচুজ্জামান মিনস্টু, কামরুজ্জামান, জয়নাল আবেদীন, খোকন মন্ডল, আবুল কলাম আজাদ, নিছার উদ্দিন, আব্দুল মজিদ, নজরুল ইসলাম, কবির হোসেন, সেলিম রেজা, মাসুদ রায়হান প্রমুখ। দিনব্যাপী এ কর্মশালায় ৩১ জন সার্ভেয়ার অংশ নেন।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৪,/রাত ৮:১২