মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ছাদ ঢালাই এর কাজ উদ্বোধন করা হয়েছে।১৬ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার প্রানকেন্দ্র স্কুলরোডে নির্মানাধীন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ছাদ ঢালাই এর কাজ উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী মোঃ মোরশেদ মতিন চৌধুরী, গনপূর্ত বিভাগের বিভাগীয় উপ প্রকৌশলী (সিভিল) শহিদুজ্জামান, ইলেকট্রিক প্রশৌকলী শোহরাব হোসেন, ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার মামুনুর রশিদ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। ছাদ ঢালাই শেষে দেশ ও জাতীর উত্তর উত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাহবুবুর রহমান।
কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/দুপুর ১:৪৬