মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে এসএসসি পরিক্ষা ২০২৪ এর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম আলো পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদের মুজিবুর রহমান স্মৃতি ঢালী মিলনায়তনে এ অনুষ্ঠানে ৬শ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
দৈনিক প্রথম আলো পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রুবেল এর সভাপতিত্বে সংর্বনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল হাকিম কাজী ও প্রথম আলোর বগুড়ার নিজেস্ব রিপোর্টার আনোয়ার পারভেজ।
শেষে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে। সবশেষে শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।
কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৪,/দুপুর ১:০২