আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পূর্ব চিকনমাটি নয়া পল্টনপাড়া ছালে-আল জামে মসজিদের দ্বিতল ভবনের নির্মাণ কাজ শুরু করেছে এলাকাবাসী।শুক্রবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত এলাকার জামাত বাসী নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে নির্মাণ কাজের সহায়তা করেন।জানাযায়, ডোমার সদর ইউনিয়নের সোনারায় সড়কে অবস্থিত পূর্ব চিকনমাটি নয়া পল্টনপাড়া ছালে-আল জামে মসজিদটি ২০১২ সালে টিন সেট দিয়ে নির্মাণ করা হয়। সেখানে পৌরসভা, হরিণচড়া এবং সদর ইউনিয়নের মধ্যস্থল হওয়ায় অবহেলিত অবস্থায় পড়ে থাকে। জরার্জিন্ন ওজুখানা এবং টিনদিয়ে ঘেরা মসজিদে মুসুল্লিদের নামাজ আাদায় করতে অনেক কষ্ট করতে হয়।

বিশেষ করে শুক্রবার জুম্মার দিনে পর্যপ্ত জায়গা না হওয়ায় গাদগাদি করে বারান্দায় নামাজ আদায় করেন মুসুল্লিরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তির সহযোগিতায় পাশের্^ জমি ক্রয় করে মসজিদের নামে ওয়াক্ফ করে দেয়। চলতি বছরে এলাকাবাসী নিজ উদ্যোগে টাকা পয়সা দান করে দ্বিতল ভবনের নির্মাণ কাজ শুরু করে। এর জন্য জামাত বাসী নিজেরাই স্বেচ্ছাশ্রমে সামর্থ্য মতে ধিরে ধিরে কাজ করে যাচ্ছে। উক্ত মসজিদের সভাপতি আবু তালেব জানান, পৌরসভা, হরিণচড়া এবং সদর ইউনিয়নের মধ্যস্থল হওয়ায় সরকারী বে-সরকারী অনুদান থেকে তারা বঞ্চিত। আল্লাহর ঘড় মসজিদটি নির্মাণে দেশে বিদেশের স্ব-হৃদয়বান ও দানবীর ব্যক্তিদের কাছে- ০১৭৬৫-৯০৯-৪৬৩ বিকাশ অথবা নগদ নম্বরে সহযোগিতা বা যোগাযোগের অনুরোধ করেন তিনি।