বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার বিকেলে সেতুর পাশ থেকে আনুমানিক ২৫ বছর বয়সি নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি পাশের খাল দিয়ে ভেসে আসে বলে ধারণা করা হচ্ছে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক জানান, বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার সংযোগের শেখ হাসিনা সড়কের দ্বিতীয় সেতুর পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। ধারণা করা হচ্ছে বোরখা পড়া ওই নারীর লাশ পানিতে ভেসে আসে। তবে ওই নারী আত্মহত্যা করেছেন কি-না সেটিও জানার চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে এসব বিষয় জানা সহজ হবে। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩