খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা পুলিশ রাজধানীর যাত্রাবাড়ি এলকা থেকে পারভেজ (২৮) নামে এক সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে। পারভেজ দক্ষিণ যাত্রাবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে। সে গত ১৬ জুন দুপুর ১টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার লোংসিং গ্রামের অটোচালক কালু মালের স্ত্রী আকলিমা বেগম (৪৫) কে বটিদা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে ডাকায় চলে যায়।
ক্লুলেস এই হত্যা কান্ডের তদন্তে নামে শরীয়তপুর জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ৭ দিনের মধ্যে পুলিশ হত্যাকারীকে ঢাকার ২৯৬ নং দক্ষিন যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে সিলিয়াল কিলার পারভেজ হহ্যার কথা স্বীকার করেছে। এই বিষয়ে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছে।
এর পূর্বে ২০১৬ সালের ২৫ জুন পলি আক্তার নামে এক নারীকে একই পদ্ধতিতে হত্যা করেছে। সেই মামলায়ও চলমান রয়েছে। এছাড়াও কিলার পারভেজ একাধিক মাদক, ডাকাতি ও চুরির মামলার আসামী। বুধবার দুপুর ১২টায় প্রেস প্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মাহবুবুল আলম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম ও তানভির হায়দার উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৪,/বিকাল ৩:৫৩