বিনোদন ডেস্ক : কেদারনাথ ছবির শুটিং চলাকালে সারা আলি খানের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মামলা করেছিলেন নির্মাতা। ‘সকালে কেস লড়াই আর বিকালে শুটিং’—এভাবেই শেষ করেন ছবির কাজ বলে জানান তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালে কেদারনাথ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন সাইফকন্যা সারা আলি খান। এরপর তাকে দেখা যায় সিম্বা ছবিতে। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে ছবি দুটি মুক্তি পেয়েছিল। এমনকি প্রায় একসঙ্গেই শুটিং চলেছিল দুই ছবির।
প্রথম ছবি কেদারনাথে কাজ করার সময় তার নামে নির্মাতা মামলা দিয়েছিলেন। কেদারনাথ ছবির শুটিং চলাকালীনই তার বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মামলা দেন নির্মাতা। আর এ মামলা চলাকালীন ‘সকালে কেস লড়াই আর বিকালে শুটিং’—এভাবেই শেষ করেন ছবির কাজ।
প্রেরণা অরোরা কেদারনাথ ছবিটি ছেড়ে দেওয়ায় ছবির কাজে ব্যাঘাত ঘটে। ইতোমধ্যে সারার ম্যানেজমেন্ট এজেন্সি আবার সিম্বা ছবির নির্মাতাদের সিডিউল দিয়ে দেয়। যদিও ঝামেলা মিটিয়ে কেদারনাথ ছবির শুটিং শুরু হয়ে যায়। কিন্তু ততদিনে সারা আলি খান তার বেশ কয়েক দিন সিম্বা ছবির কাজ করেন। আর সে কারণেই তখন কেদারনাথ ছবির পরিচালক অভিষেক কাপুর আর প্রযোজক সারা আলি খানের নামে কোর্টে মামলা করে দেন।
সারা এক সাক্ষাৎকারে বলেন, ‘২০১৮ সালের মে মাসে আমার সিম্বা ছবির শুটিং করার কথা ছিল। তখন কেদারনাথ ছবির শুটিং চলছিল। ওটা আমার প্রথম ছবি ছিল। তখন কিছু ডেট এদিক-ওদিক হওয়ায় আমি সিম্বা সই করে ফেলি। তখন ৩-৪ দিন কাজ করায় আমার নামে কেদারনাথ ছবির নির্মাতারা ৫ কোটির মামলা করেছিলেন। খুব ঘাবড়ে গেছিলাম আমার কাছে তখন ৫ কোটি টাকা ছিল না।’
সারা এ বিষয়ে আরও বলেন, তার জীবনে সেই সময়টা খুব কঠিন ছিল। তার দাদু মৃত্যুশয্যায় ছিলেন। তখন তার মা অমৃতা সিং দিল্লিতে ছিলেন। আর তখন আমার হাতে ওকালতনামা ধরিয়ে দেওয়া হয়। অভিনেত্রী বলেন, ‘তখন ভাবছিলাম— আমি এটা নিয়ে কী করব? তখন কিছুই মাথায় আসছিল না। আমি তখন আমার ম্যানেজমেন্টকে কোর্টে পাঠাই, আর আমি শুটিংয়ে যাই। যারা কেস করেছিলেন তারাও তখন শুটিংয়ে যেতেন।’ তবে শেষ পর্যন্ত গোটা বিষয়টিই কোর্টের বাইরে সমাধান হয়ে যায় বলেই জানান সারা আলি খান।
কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৪,/বিকাল ৩:২৬