ডেস্ক নিউজ : গেল কয়েক দিনের থেমে থেমে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপূত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি ক্রমাগত ধীরগতিতে বাড়ছেই। তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে ইতোমধ্যে জেলার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার অববাহিকার লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় কেবল তিস্তার নদীর পানি গাইবান্ধার সুন্দরগঞ্জে (কাউনিয়া পয়েন্ট) ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে, ব্রহ্মপুত্র নদের পানি জেলার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ পয়েন্টে ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩১ সেন্টিমিটার, করতোয়ার পানি গোবিন্দগঞ্জের কাটাখালী পয়েন্টে ৫৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে কৃষি সংক্রান্ত বিষয়ে জানতে সুন্দরগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবিরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। পরে এ ব্যাপারে জানতে চেয়ে ওই দপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান সাথে যোগাযোগ করা হলে বার্তা২৪.কমকে মুঠোফোনে তিনি বলেন, ‘তিস্তায় অব্যহত পানি বৃদ্ধি হওয়ার কারণে গতকাল (বৃহস্পতিবার) থেকে সুন্দরগঞ্জের একেবারে নিম্নাঞ্চলের কয়েকটি এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। তবে এখনো কোনো ফসল পানিতে নিমজ্জিত হয়নি। আপাদত কেনো ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক বার্তা২৪.কমকে জানান, উজানের ঢলে গাইবান্ধার সবগুলো নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে সুন্দরগঞ্জের তিস্তার নিম্নাঞ্চলে বন্যার পানি ঢুকে পড়েছে। আগামী কয়েকদিন একইভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে একই সময়ে সুন্দরগঞ্জের তিস্তার নিকটবর্তী নিম্নাঞ্চলীয় এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড সার্বিক পরিস্থিতির উপর সার্বক্ষনিক নজর রাখছে বলেও জানান এই কর্মকর্তা।
কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/দুপুর ২:৩৪