আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি আইন পরিষদের স্পিকার আজিজ ডুইক কারাগার থেকে মুক্তি পাওয়ার কয়েক দিন পর আবারও গ্রেফতার করেছে ইসরাইলি সেনাবাহিনী। এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
প্রায় ৯ মাস আটক থাকার পর গত সপ্তাহে ডুইককে ইসরাইলি কর্তৃপক্ষ মুক্তি দিয়েছে। তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। ৭৫ বছর বয়সি এ বৃদ্ধকে গত বছরের ১৭ অক্টোবর গ্রেফতার করা হয়েছে। প্রশাসনিক আটকের জন্য ছয় মাসের আদেশ জারি করা হয়েছিল, যা তিনি ইতোমধ্যে কারাগারে ভোগ করেছেন।
ইসরাইলের সামরিক আইন অনুযায়ী, প্রশাসনিক আটক এমন একটি ব্যবস্থা যা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই ছয় মাস পর্যন্ত জেলে রাখতে পারে। ২০০৬ সালের সংসদ নির্বাচনে হামাস সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০১৮ সালের শেষের দিকে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ঘোষণা না করা পর্যন্ত রামাল্লার সাংবিধানিক আদালত কাউন্সিল ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত হেব্রনের বাসিন্দা ডুইক ফিলিস্তিন আইন পরিষদের স্পিকার হয়েছিলেন।