ডেস্ক নিউজ : নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবারো দেশের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে উপমহাদেশের সর্বপ্রাচীন কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দানে।আড়াইশ বছরের ঐতিহ্যবাহী এ ঈদগাহ ময়দানে এবার ১৯৭তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা হিফজুর রহমান। জামাত শেষে জাতীয় অগ্রগতি, শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৪,/বিকাল ৪:৫৮