বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : পুকুরে ডুবে দশ বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রাধানগর গ্রামের কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।ওই শিশুর নাম জুনায়েদ । সে শহরের কলেজপাড়ার জলিল মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি জেলার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামে।
জানা যায়, দুপুরের দিকে জুনায়েদ পাড়ার অন্যান্য শিশুদের সাধে শহীদ স্মৃতি সরকারি কলেজের একটি পুকুরে গোসল করতে যায়। এসময় জুনায়েদসহ তার বন্ধুরা পুকুরের পাশে থাকা একটি গাছে উঠে।পরে তারা একে একে লাফ দিতে থাকে। দুই-তিনবার এভাবে লাফ দেওয়ার পর শিশু জুনায়েদ পুকুরের পানিতে তলিয়ে যায়। এসময় ঈদুল আজহা উপলক্ষে কলেজ মাঠের গরুর বাজারে আসা লোকজন জুনায়েদকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।
কিউএনবি/অনিমা/১৪ জুন ২০২৪,/রাত ৮:৪১