এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চৌগাছা প্রেসক্লাবে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চৌগাছা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার চৌগাছা প্রতিনিধি আসাদুজ্জামান মুক্ত।
প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা প্রেসক্লাবের সহ সভাপতি রহিদুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংবাদিক এম এ রহিম, আজিজুর রহমান, কালিমুল্লা সিদ্দিকী, শ্যামল কুমার দত্ত, রায়হান হোসেন, এম এ মান্নানসহ বিভিন্ন সংগঠন ও সুধি সমাজের পাঠক বৃন্দ। আলোচনা শেষে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।