স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটায় কানের পাশ দিয়ে গুলি গেছে দক্ষিণ আফ্রিকার। দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রোটিয়াদের জয় এনে দিয়েছেন ডেভিড মিলার। নিউইয়র্কের বধ্যভূমিতে এবার বাংলাদেশের পরীক্ষা নেবে দক্ষিণ আফ্রিকা। আজ সোমবার (১০ জুন) রাত সাড়ে ৮টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগে বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবেই সমীহ করছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মার্করাম বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আরও ২ পয়েন্ট পেয়ে সুপার এইট নিশ্চিত করে নিলে ব্যাপারটা দারুণ হবে। তবে কন্ডিশনের দিকটাও দেখতে হবে। আর বাংলাদেশ অনেক শক্তিশালী দল। আমাদের জন্য এটা সত্যিকারের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে আমরা জয়ের জন্য মুখিয়ে আছি।’
নিউইয়র্কে প্রচুর বাংলাদেশির বাস। এই ম্যাচে নিজেদের দলকে সমর্থন জানাতে আশেপাশের এলাকা তো বটেই, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হচ্ছে বাংলাদেশিরা। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির বড় অংশ যে আজ বাংলাদেশি সমর্থকদের দখলে থাকবে সে সম্পর্কে নিশ্চিত প্রোটিয়া অধিনায়ক মার্করাম। তাই নিজের এক অদ্ভূত চাওয়ার কথা জানিয়েছেন তিনি।
নাসাউ কাউন্টির মাঠে খেলা দেখতে আসা বাংলাদেশিদের উল্লাস থামিয়ে দিতে চান প্রোটিয়া অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে জিতে বাংলাদেশি সমর্থকদের ভাষাহীন করে দেয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ’আমি নিশ্চিত মাঠে বাংলাদেশের অনেক ভক্ত সমর্থক থাকবে। তবে বাউন্ডারি লাইনের বাইরে কী হচ্ছে সেদিকে এত মনোযোগ দিলে হবে না। দর্শক যে দলের পক্ষে থাকবে সেই দল মোমেন্টাম পেলে অবশ্যই শোরগোল বেশি হবে। তবে আমরা ভালো করে তাদের চুপ করিয়ে দিতে চাই। গ্যালারিকে যতটা পারা যায় নীরব রাখার চেষ্টাই করব আমরা।’
কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৪,/বিকাল ৫:৪১