স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণভাবে শুরু করেছেন ক্রাইসিসম্যানখ্যাত এই মিডল অর্ডার ব্যাটার।
শনিবার ডালাসে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ জেতানোর দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন রিয়াদ। পরিস্থিতি বুঝে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাই তো তার প্রশংসা করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়ে হাথুরু বলেন, ‘আমি সবসময়ই তার খেলা শেষ করে আসতে পারার সক্ষমতায় মুগ্ধ। এ জন্যই সে এমন জায়গায় ব্যাট করছে। তার অনেক অভিজ্ঞতা আছে, যখন দল চাপে থাকে, তখন মাঠের মধ্যে সবচেয়ে শান্ত থাকাদের একজন সে। তার ভূমিকাটা ভালো জানে।’
হাথুরু বলেন, আমি খুবই আনন্দিত। কারণ ইনিংসের মাঝখানে আমি তাকে বলেছিলাম, তার কাছে একটা জিনিসই চাই যেন সে শেষ অবধি ব্যাটিং করে। এর পর যা হওয়ার হোক, সে সেটা করেছে। আর এটা প্রথমবার নয়,এর আগেও সে এমন করেছে। রিয়াদ বড় ম্যাচের পারফরমার। বেশিরভাগ বিশ্বকাপেই আমাদের জন্য ভালো কিছু করেছে।
এদিকে চন্ডিকা হাথুরু দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের কোচ হওয়ার পর দলে ফেরেন সৌম্য সরকারও। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও টাইগার স্কোয়াডে রয়েছেন সৌম্য। এখানেও রানখরা চলছে সৌম্যের।
সৌম্যকে নিয়ে হাথুরু বলেন, ‘শুধু সৌম্য না, আমরা সবার সঙ্গেই কথা বলছি। আমরা তাদের খেলা, শক্তির জায়গাগুলো, প্রতিপক্ষ, তারা কী চায়— সবকিছু নিয়েই কথা হয়। কিন্তু এরপর মাঠে গেলে, ওখানে শুধু তারাই থাকে। তাদের নিজেদের খেলাটা বুঝতে হবে আর কী অনুভব করছে সেটাও। এখানে টেকনিক্যাল কোনো ব্যাপার নেই।’
হাথুরু আরও বলেন, আমার মনে হয় না তার সঙ্গে কিছু করার আছে, আপনি যদি আউট হওয়ার ধরনগুলো দেখেন। কেবল তার ব্যাপার না, বাকিরাও যেভাবে আউট হযেছে, এখানে কিছুই করার নেই।
‘আমার মনে হয় তাদের শান্ত হয়ে নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবতে হবে, কোনটা তারা ভালো করে। এমনকি না ভেবেই বের করতে হবে। যখন আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে, স্বাভাবিকভাবেই আপনি অটো মুডে চলে যাবেন। আপনাকে কেবল গিয়ে নিজের শক্তির জায়গা চিন্তা করে খেলতে হবে। যে কোনো ব্যাটারের জন্যই এটা বার্তা।’
এদিকে আজ রাত সাড়ে ৮টায় নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবেন টাইগাররা।
কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/বিকাল ৩:৫৬