স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিককালে ভারত-পাকিস্তানের ম্যাচকে ঘিরে আরও একটি বিষয় আলোচনায় আসতে শুরু করেছে। সেটা হলো, সময়ের অন্যতম সেরা দুই তারকা বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে তুলনা। ক্রিকেটীয় সামর্থ্য আর অর্জন নিয়ে প্রায়ই কোহলির সঙ্গে বাবরের তুলনা হয়ে থাকে। এবারও উঠেছে সেই তুলনা।
পারফরম্যান্সের ভিত্তিতে বাবর এবং কোহলি বিভিন্ন সময় একে অপরকে ছাড়িয়ে গেছেন। সে কারণেই তাদের মধ্যে তুলনাটা আসে। কিন্তু সম্প্রতি এই তুলনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দিনেশ কানেরিয়া। তার মতে, কোহলির সঙ্গে বাবরের কোনো তুলনাই হয় না।
বাবরের সঙ্গে কোহলির তুলনাকে তীব্র কটাক্ষ করে কানেরিয়া বলেন, ‘লোকে বাবর আজম, বাবর আজম করতে থাকে। এক দিন বাবর একটা সেঞ্চুরি করলেই পরদিন ওর সঙ্গে বিরাট কোহলির তুলনা শুরু হয়ে যায়। আরে সে তো বিরাটের জুতার সমানই নয়।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের বোলাররা ওকে আটকে রেখেছিল, খেলতে পারছিল না। ৪০-এর মতো রান করার পরপরই আউট হয়ে গেল। অথচ ওর টিকে থাকা দরকার ছিল। ম্যাচটা পাকিস্তানের সহজভাবেই জেতা উচিত ছিল।’
শুধু বাবরকে নিয়েই নয়, পাকিস্তান দলকে নিয়েও রুঢ় ভাষায় মন্তব্য করেছেন কানেরিয়া। সাবেক এই ক্রিক্টারের মতে, পাকিস্তান দল টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিরিয়াস নয়, ‘যুক্তরাষ্ট্রে ওরা পরিবার নিয়ে ছুটি কাটাতে গেছে।’
যুক্তরাষ্ট্রের মতো নবাগত দলের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। মূলত এই কারণেই সাবেক ক্রিকেটারদের তোপের মুখে পড়ছেন দলটির ক্রিকেটাররা।
কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/রাত ১১:৫৪