বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের শিব বাড়ি মন্দির থেকে চুরি হওয়া সিসি টিভি ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে পৌর এলাকার দেবগ্রামে চোরের ভাড়া বাসা থেকে ওই দু’টি ক্যামেরা উদ্ধার করা হয়।
এর আগে ওই চোর একটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় সাধারন মানুষের হাতে আটক হয়। এ সময় মন্দির কমিটির লোকজন গিয়ে তাকে শনাক্ত করে। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। আটক চোরের স্বীকারোক্তিমতে তার কাছ থেকে সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।আটক হওয়া চোর হলো মো. মামুন মিয়ার ছেলে রবিউল (২৫)। আখাউড়া পৌর এলাকার দেবগ্রামে মো. রাজুর বাড়িতে ভাড়া থাকতো। রবিউল চিহ্নিত চোর বলে স্থানীয় সূত্র জানায়। সিসি ক্যামেরা চুরির সময় তার সঙ্গে আরো একজন ছিলো।
মন্দির কমিটির রূপক বনিক জানান, রবিবার রাতে শিববাড়ি মন্দির থেকে সিসি ক্যামেরা চুরি হয়। ক্যামেরা ফুটেজ থেকে দেখা যায় রবিউলসহ দু’জন এ ঘটনার সঙ্গে জড়িত। সোমবার দুপুরের দিকে পৌর এলাকার মালদারপাড়ায় একটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তাকে আটক করা হলে সেখানে গিয়ে শনাক্ত করা হয়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম বলেন, ‘আটকের পর রবিউল সিসি ক্যামেরা চুরির কথা স্বীকার করে। এরপর তার ভাড়া বাসা থেকে ক্যামেরা দু’টি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:১১