ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে বরগুনা জেলায় প্রায় ১০০ কোটি টাকার কৃষি সম্পদের ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। ড. আবু সৈয়দ মোঃজোবায়দুলনআলম শাহিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামী শনিবার নাগাদ মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেলায় প্রায় ১০০ কোটি টাকার কৃষি সম্পদের ক্ষতি হতে পারে বলে উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বরগুনা মন্তব্য করেন। গ্রীষ্মকালীন সবজি সহ ২০০ হেক্টর পানের বরজের ক্ষতি হয়েছে। বরগুনায় রিমালে প্রাথমিক তথ্যমতে ৩ হাজার ৩৭৪ টি বসতঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। চার হাজার ১৭৭ হেক্টর মাছের ঘের ও জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০০ গ্রাম প্লাবিত হয়েছে।
কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৪,/রাত ৯:০৮