মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাট সিভিল সার্জনের আয়োজনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সাংবাদিকদের অবহিতকরন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় জেলা সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, মেডিক্যাল অফিসার জুবাইর রহমান ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতী রায় উপস্থিত ছিলেন। এ কর্মশালায় জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডার ৫০ জন গনমাধ্যমকর্মী অংশগ্রহন করেন।
সিভিল সার্জন জানান আগামী ১ জুন দিনব্যাপী জয়পুরহাটের সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কার্যালয় সহ মোট ৮২৫টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সের ১২ হাজার ৩শ ১৫ জন শিশুকে নীল রং এর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ২৯ হাজার ৬শ ৫২ জন শিশুকে লাল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপ্স্যুল খায়ানো হবে। জেলা এবার মোট ১ লখ ৪১ হাজার ৯শ ৬৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৪,/বিকাল ৪:১২