মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

রেমালের প্রভাবে তলিয়ে যাচ্ছে ঘর-বাড়ি!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : ভয়ংকর রূপধারণ করছে ঘূর্ণিঝড় রেমাল। আজ রোববার (২৬ মে) বিকেল ৩টার দিকে উপকূলীয় এলাকায় এর অগ্রভাগ আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এর প্রভাব এরই মধ্যেই শুরু হয়েছে উপকূলের জেলাগুলোতে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বড়গুনাতে। বয়ে যাচ্ছে দমকা হাওয়া। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আজ জোয়ারের উচ্চতা ছিল ২.৩২ মিটার। যা বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


No description available.

পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, আজ জোয়ারের উচ্চতা ছিল ২.৩২ মিটার; যা বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরগুনা থেকে সময় সংবাদের প্রতিবেদক জানিয়েছেন, জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢোকায় বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। তলিয়ে গেছে মাছের ঘের। রাস্তা কোমরসমান পানিতে তলিয়ে যাওয়ায় ব্যহত হচ্ছে যান চলাচল।

তবে এখনও আশ্রয়কেন্দ্র যাচ্ছেন না স্থানীয়রা। বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম জানিয়েছেন, পর্যাপ্ত পরিমাণ সাইক্লোন সেন্টার প্রস্তুত রয়েছে। কিন্তু বারবার সতর্ক করার পরও মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আসছে না। এদিকে, ঝালকাঠিতে ভোর থেকেই কালো মেঘে ছেয়ে আছে চারপাশ। সেই সাথে থেমে থেমে ঝড়ো আবহাওয়া বইছে।
 
পানি উন্নয়ন বোর্ড বলছে, এখনও জেলার ১১টি নদীর পানি ৬৪ সেন্টিমিটার বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রেডক্রিসেন্ট সোসাইটিসহ স্বেচ্ছাসেবী সংগঠন নদী নিকটবর্তী এলাকায় লাল পতাকা টানিয়ে সতর্কতায় প্রচারণা চালাচ্ছে।
 
ঝালকাঠি জেলা প্রশাসক ফারহাগুল নিঝুম জানিয়েছেন, জেলায় ৮৮৫টি আশ্রয় কেন্দ্র ও ৬২টি সাইক্লোন সেল্টারসহ ৩৭টি মেডিকেলটিম ও শুকনো খাবাব-পানি প্রস্তুত রাখা হয়েছে।
 
এদিকে, আবহাওয়া অধিদফতর পরিচালক আজিজুর রহমান জানান, সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র। আর বিকেল ৩টা থেকে উপকূলে রেমালের অগ্রভাগের প্রভাব পড়বে।
 

No description available.

 

তিনি বলেন, ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থাকবে। রেমাল সিভিয়ার সাইক্লোন স্ট্রোমে পরিণত হওয়ার সময় ১১০ থেকে ১২০ কিমি পর্যন্ত গতিবেগে ঝড়ো বাতাস বয়ে যাবে।
 
এ আবহাওয়াবিদ বলেন, মোংলা ও পায়রা বন্দরের দিকে এগোচ্ছে রেমাল। উপকূলীয় ১৬ জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সব মিলিয়ে ভয়াবহতার সব লক্ষণই রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit