ডেস্ক নিউজ : ভয়ংকর রূপধারণ করছে ঘূর্ণিঝড় রেমাল। আজ রোববার (২৬ মে) বিকেল ৩টার দিকে উপকূলীয় এলাকায় এর অগ্রভাগ আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এর প্রভাব এরই মধ্যেই শুরু হয়েছে উপকূলের জেলাগুলোতে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বড়গুনাতে। বয়ে যাচ্ছে দমকা হাওয়া। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আজ জোয়ারের উচ্চতা ছিল ২.৩২ মিটার। যা বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, আজ জোয়ারের উচ্চতা ছিল ২.৩২ মিটার; যা বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরগুনা থেকে সময় সংবাদের প্রতিবেদক জানিয়েছেন, জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢোকায় বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। তলিয়ে গেছে মাছের ঘের। রাস্তা কোমরসমান পানিতে তলিয়ে যাওয়ায় ব্যহত হচ্ছে যান চলাচল।
কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৪:৪৪