বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশনের সুইচ ইয়ার্ডে প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন বিস্ফোরণে মোবারক মিয়া (৩২) নামে এক রাজমিস্ত্রীর নিহত হয়েছেন। রোববার (১২ মে) সকালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ভেতরের এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মোবারক ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার কলদবাড়ি হাবির মিয়ার ছেলে। দুপুরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ জানান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড বাউন্ডারির ভিতরে প্রকল্পের ড্রেন ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে রাজমিস্ত্রীর কাজ করে আসছিলেন মোবারক মিয়া। রোববার সকালেও তিনি কাজে আসেন। সেখানে কাজের মাঝে পাওয়ার স্টেশনের উপকেন্দ্রের কিশোরগঞ্জ ১৩২ কেবি কিশোরগঞ্জ ফিডারের CTPT বেজ এর মাঝামাঝি স্থানে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিন্নভিন্ন হয়ে মারা যায়।তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কিউএনবি/অনিমা/১২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪