ডেস্ক নিউজ : রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন একই পরিবারের ১২ জন। তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালেক শেখের ভাগিনা শিক্ষক নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে মামাসহ ১০-১২ জন ভক্ত খানখানাপুরে ওয়াজ মাহফিল শুনতে যান। সেখানে থাকা তবারক খেয়ে তাদের পাতলা পায়খানা শুরু হয়। মামা গোয়ালন্দ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। কিছু রোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শহিদুল ইসলাম বলেন, তবারক খেয়ে পাতলা পায়খানা শুরু হলে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি হই।
ডা. মো. রোকনুজ্জামান বলেন, একই পরিবারের ১২ জন রোগী রাতে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন। গুরুতর অসুস্থ কিছু রোগীকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল ও কিছু রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন আবার কেউ কেউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কিউএনবি/আয়শা/১০ মে ২০২৪,/বিকাল ৪:২১