বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
তেহরানে ভয়াবহ পানি সংকটের শঙ্কা, সতর্ক করলেন পেজেশকিয়ান ভারতের অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান করা গিলকে একাধিক রেকর্ড ডাকছে ‘সন্তানের বাবা হয়েও সে আমাকে ধ্বংস করার পথ বেছে নিল’ রুট কি শচীনের রেকর্ড ভাঙতে চান? দুদকেও দুর্নীতি আছে, কমানোর চেষ্টা চলছে: দুদক চেয়ারম্যান সন্তানদের নিয়ে দিল্লিতে কারিশমা, সঞ্জয়ের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে নতুন মোড়! নিজের ছেলের কিডনি দিয়ে দুই রোগীর জীবন বাঁচালেন চিকিৎসক মা আ. লীগ কর্মীদের প্রশিক্ষণ, সেনাবাহিনীর হেফাজতে মেজর সাদিক ‘আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি’ ইরান থেকে জ্বালানি কেনায় ছয় ভারতীয় কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পাবনায় তীব্র তাপদাহে তৃষ্ণা নিবারণে ছাত্রদলের শরবত বিতরণ

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১০৫ Time View

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : চলমান তীব্র তাপদাহে পানি শূন্যতা ও তৃষ্ণা নিবারণে শ্রমজীবী, পেশাজীবী ও পথচারিদের মাঝে শরবত বিতরণ করেছে পাবনা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। শনিবার বেলা ১১টায় শহরের লতিফ টাওয়ারের সামনে পাবনা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এ কর্মসূচী গ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, সাবেক প্রচার সম্পাদক মতিউর রহমান হীরা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক এমকে ফরিয়াদ, সহ-সাংগঠনিক মেহেদি হাসান জাহিদ, রাকিবুল ইসলাম রাকিব, অলি আহমেদ, সহ-সম্পাদক সাব্বির হোসেন তুহিন, মুন্না, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জীবন হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাদশা হারুনর রশিদ, ছাত্রদল নেতা রাকিব, মিলন হোসেন সন্টু, নিবির বিশ্বাস, লতিফুর রহমান লিখন, অর্ক, হৃদয়, রবিন, রিসাত, সাকিব, সিয়াম, ইমন, হাসান, সৌরভ, ইজাজ রাকিব, তানভীর, আদনান, পিয়াস, মিলন হোসেন সন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সহ-সম্পাদক সাব্বির হোসেন তুহিন বলেন, তীব্র দাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রখর রোদ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না সাধারণ মানুষ। তাই গরমে নাভিশ্বাস মানুষের মধ্যে শরবত দিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছি। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স বলেন, “সর্বদা নিপীড়িত ও সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে রাজনীতি করে আসছি। তাই যখন সারাদেশে তীব্র তাপদাহে সাধারণ মানুষেরা কষ্ট পাচ্ছে, তখন আমাদের নেতাকর্মীরা ঘরে বসে নেই। আমরা শরবত দিয়ে পথচারীদের কষ্ট লাঘব করার চেষ্টা করছি। তীব্র তাপদাহে দিনে দিনে বেড়ে চলেছে গরমের তীব্রতা। এ সময় পথচারীদের তীব্র তাপদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে আমাদের নেতাকর্মীরা নিরন্তর কাজ করছেন।

ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মতিউর রহমান হীরা বলেন, এটা একটি প্রশংসনীয় উদ্যোগ। তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মানুষদের ভুলে গেলে চলবে না। তাদের জন্য মূলত এই উদ্যোগ নিয়েছে শহীদ জিয়ার আদর্শের নেতাকর্মীরা। এই তীব্র গরম থেকে মুক্তি পেতে সকলকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit