বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, দীপিকা মনে করেন, মা হওয়ার পরই ক্যারিয়ারে ধস নামবে, এমনটা নয়। একজন নারী হিসেবে প্রথমেই জানা প্রয়োজন, সে আসলে কোথায় দাঁড়িয়ে আছে?
দীপিকা বলেন, সাফল্যের সংজ্ঞা পরিবর্তনের জন্য তুমি কী করতে পারো, সেটাই বড় বিষয়। কারণ তোমার পর যে নারী পৃথিবীতে আসবে তাকে কখনই ধ্বংস বা সাফল্যের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে না। এ নিশ্চয়তা দেয়ার মাঝেই আমি মনে করি সাফল্য লুকিয়ে রয়েছে।
সন্তান প্রসঙ্গে দীপিকা আরও বলেন, ২০১৫ সালে রণবীর সিং আর আমার আংটি বদল হয়। এর তিন বছর পর ইতালির লেক কোমোয় ধুমধাম করে ওকে বিয়ে করি। ৫ম বিবাহবার্ষিকী পার করেছি। আশা করছি, সন্তান কোলে ষষ্ঠ বিবাহবার্ষিকী উদযাপন করব।
প্রথম সন্তান কোথায় জন্ম দিচ্ছেন এমন প্রশ্নের উত্তরে দীপিকা বলেন, মুম্বাইয়ে আছি। তবে আমার প্রথম সন্তানের জন্ম বেঙ্গালুরে হবে। সেখানে আমার বাবা, মা আছেন। সারাক্ষণ আমার মায়ের তত্ত্বাবধানেই থাকবে সন্তান।
প্রসঙ্গত, দীপিকা এই মুহূর্তে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে রোহিত শেঠি পরিচালিত ‘সিংঘাম এগেইন’ সিনেমার অভিনয়ে ব্যস্ত রয়েছেন। এদিকে আগামী ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে চলতি বছরের বিগ বাজেটের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। এ সিনেমায় দীপিকার সঙ্গে পর্দায় দেখা যাবে প্রভাস ও অমিতাভ বচ্চনকে।
কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:০৩