বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

দুর্গাপুরে বালছ নদী পাড়ের মাটি কেটে নেওয়ার অভিযোগ

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১২৬ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বালছ নদী তীরের মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার কিছু লোক। এ ব্যাপারে রবিবার নেত্রকোনা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন দুর্গাপুরের খরচকী গ্রামের আনিছুর রহমান তালুকদার। অভিযোগকারী সোমবার নেত্রকোনায় সাংবাদিকদের বিষয়টি জানান।

অভিযোগে জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া, কাখৈরগড়া ও নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বালছ নদী খরচকী গ্রামের আনিছুর রহমান তালুকদারের বাড়ির পাশে অবস্থিত।

গত ২০ দিন আগে খরচকী গ্রামের মোঃ মমতাজুর রহমান, একই গ্রামের কবীর মাস্টার ও সদর উপজেলার জুয়েল নদী তীরের মাটি বিক্রি করে দেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রবিবার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন দুর্গাপুরের খরচকী গ্রামের আনিছুর রহমান তালুকদার।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit