তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ডব্লিউএবেটাইনফোর বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এতথ্য জানা যায়। সাধারণত ফাইল শেয়ারিং অ্যাপগুলোতে যে পদ্ধতিতে কোনো ছবি, ভিডিও বা ডকুমেন্টস শেয়ার করা হয়, সেই একইভাবে কোনো ইন্টারনেটের সংযোগ ছাড়াই ব্লুটুথের মাধ্যমে ফাইল শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে।
এর জন্য স্বাভাবিকভাবে স্মার্টফোনগুলোকে খুব কাছাকাছি অবস্থান করতে হবে। নেট দুনিয়ায় ইতোমধ্যে এই বিষয়টি ব্যাপক সাড়া ফেলেছে এবং এই অ্যাপ ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করার জন্য মুখিয়ে আছেন। প্রতিবেদন বলছে, অফলাইনে শেয়ার হওয়া ফাইল, সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকবে। তাই প্রাইভেসি নিয়েও নিশ্চিন্ত থাকতে পারবেন ব্যবহারকারীরা।
কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:১৫