বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বকেয়া বেতন চাইতে গিয়ে চিকিৎসক গৃহকর্তীর নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহপরিচারিকা। এ ঘটনায় ওই গৃহপরিচারিকা আদালতে মামলা দায়ের করেছেন। আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে মামলাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত চিকিৎসকের নাম ফারহানা ফারিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গ্লোবাল অর্থোপেডিক্স জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নাজ মেডিকেল সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। থাকেন মুন্সেফপাড়ার ভাড়া বাসায়। নির্যাতনের শিকার গৃহপরিচারিকার নাম মালতি সেন। তিনি সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নাটাই গ্রামের মৃত মনি সেনের স্ত্রী। বর্তমানে একমাত্র ছেলে মাধব সেনকে নিয়ে ফুলবাড়িয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
শুক্রবার বিকেলে ওই গৃহপরিচারিকা সাংবাদিকদের কাছে করা অভিযোগ ও ২২ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ আদালতে দায়ের করা মামলার সূত্র মতে, ২০২২ সালের শেষের দিক থেকে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চিকিৎসক ফারহানা ফারিয়ার মুন্সেফপাড়ার বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করেছেন মালতি। মূলত ফারিহার এক সন্তানকে মালতি দেখাশুনা করতেন। কাজ করতে গিয়ে প্রায়ই নানা অজুহাতে মালতিকে মারধর করতেন ফারিয়া। এ অবস্থায় গত ১৫ ফেব্রুয়ারি তিনি কাজ ছেড়ে দেন। মাঝে একবার কাজ ছাড়লে ফারিয়ার অনুরোধে আবার কাজে যোগ দেন।
মালতি জানান, দেড় মাসের বেতন আনতে গত ২০ এপ্রিল রাত আটটার দিকে মুন্নি আক্তার নামে একজনকে সঙ্গে নিয়ে চিকিৎসক ফারহানার মুন্সেফপাড়ার বাসায় যান। এ সময় তিনি দেড় মাসের বকেয়া বেতন দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালান ফারিয়া। তার গলা ও বাম হাতে এখানে আঘাতের চিহ্ন আছে। মালতির আইনজীবী নাসির মিয়া বলেন, মানব পাচার আইন-২০১২ এর ৯ ধারায় জবরধস্তিভাবে কাজে বাধ্য করাসহ নির্যাতনের ধারায় ওই চিকিৎসকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মামলা করেছেন মালতি। তার গলায় ক্ষতের চিহ্ন এখানো স্পষ্ট। আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে চিকিৎসক ফারহানা ফারিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শুক্রবর রাতে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এ প্রতিবেদকের পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পরে আর ফোন কল রিসিভি করেননি তিনি।ব্রাহ্মণবাড়িয়া সিআইডির পরিদর্শক মোবারক হোসেন সরকার সাংবাদিকদেরকে জানান, গত বৃহস্পতিবার বিকেলে মামলাটির তদন্তের নির্দেশের কপি তারা হাতে পেয়েছেন। মামলার বাদীকে শনিবার কার্যলয়ে আসতে বলা হয়েছে। তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।
কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৪,/রাত ৯:০৫