স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে সময়টা একদমই ভালো যাচ্ছে না চেলসির। পয়েন্ট টেবিলের নয়ে থাকা এই দলটি পেল আরেকটি দুঃসংবাদ। গুরুত্বপূর্ণ সদস্য এনসো ফের্নান্দেসকে চলতি মৌসুমে আর পাচ্ছে না তারা। কুঁচকির চোটে ভুগতে থাকা এই মিডফিল্ডার চিটকে গেছেন পুরো মৌসুমের জন্য।
চোটের কারণে অস্ত্রোপচারও করানো হয়েছে এনসোর। যে কারণে কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। এক বিবৃতিতে গতকাল চেলসি জানায়, ‘কুঁচকির সমস্যায় এনসো ফের্নান্দেসের অস্ত্রোপচার সফল হয়েছে এবং এখন সে পুনবার্সন শুরু করবে। ২০২৩-২৪ মৌসুমের বাকিটায় তিনি তাই বাইরে থাকবেন। ক্লাবের মেডিকেল বিভাগের মঙ্গে কবহ্যামে (অনুশীলন গ্রাউন্ড) পুনবার্সন প্রক্রিয়া চালিয়ে যাবেন। ’
রেকর্ড ১২ কোটি ১১ লাখ ইউরোতে বেনফিকা থেকে চেলসিতে পাড়ি জমান এই মিডফিল্ডার। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখালেও ক্লাবের হয়ে এখনও মেলে ধরতে পারেননি নিজেকে। তার সঙ্গে এবার যোগ হলো ইনজুরি। যেটির কারণে কোপা আমেরিকাও শঙ্কায় রয়েছে এই আর্জেন্টাইন তারকার।
কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১৪