এম রায়হান চৌধুরী চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের চৌকস দল। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বেতুয়াবাজারস্থ মাতামুহুরি নদীতে। পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কালাগাজী সিকদার পাড়ার মোহাম্মদ ইদ্রিস এর পূত্র মোহাম্মদ মনসুর ও ৭ নং ওয়ার্ডের সিকান্দার পাড়ার মোহাম্মদ মনুর পূত্র মোহাম্মদ মুবিন।
প্রত্যক্ষদর্শী মাতামুহুরি উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান সোহেল জানান,মাছ ধরার উদ্দেশ্য স্থানীয় তিন জন মিলে নদীতে নামার পর সাথে সাথে দু’জন পানিতে ডুবে গেলেও বাকী জন সাঁতারিয়ে ওপারে উঠে যায়। স্হানীয়রা কয়েক ঘন্টা ব্যাপক উদ্ধার তৎপর চালাও চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের চৌকস দল নিখোঁজের ৮ ঘন্টা পর দুজনকে মৃত উদ্ধার করেন।
কিউএনবি/আয়শা/২৪ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:০৮