প্রবাস ডেস্কঃ রাত পোহালেই ২১ এপ্রিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউইয়র্ক মহানগর উত্তর, নিউইয়র্ক মহানগর দক্ষিণ এবং নিউইয়র্ক স্টেটের কাউন্সিল কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিউইয়র্ক স্টেট বিএনপির কাউন্সিল অনুষ্ঠান লাগুয়ার্দিয়া প্লাজা হোটেলে দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। বাংলাদেশ জাতিয়তাবাদী দল, বিএনপি নিউইয়র্ক এর তিনটি শাখার নতুন নেতৃত্ব তৈরী হবে প্রত্যক্ষ ভোটাভুটির মাধ্যমে। বিভিন্ন কারণে ইউএসএ বিএনপি সহ বাংলাদেশেও আলোচিত হচ্ছে এই কাউন্সিল নিয়ে।
নিউইয়র্ক স্টেট বিএনপির কাউন্সিল নির্বাচনে ৫টি পদের জন্য এবারে ১১জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন: মোঃ অলিউল্লাহ আতিকুর রহমান, আনোয়ার হোসেন ও রিয়াজ মাহমুদ, সাধারন সম্পাদক পদে ২ জন: সাইদুর রহমান সাইদ ও মোঃ মোতাহার হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে ২জন: শহিদুল ইসলাম শিকদার ও জসিম উদ্দিন ভিপি, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক পদে ২ জন: মোঃ আরিফুর রহমান ও হাবিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন: মোঃ রইচ উদ্দিন ও জিয়াউর রহমান মিলন। কাউন্সিল নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪১ জন
প্রবাসের কিছু বাংলা সংবাদমাধ্যম সহ বাংলাদেশের কিছু জাতীয় সংবাদ মাধ্যমে নিউইয়র্ক স্টেট বিএনপির কাউন্সিল সম্পর্কে অভিযোগ ও পাল্টা অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বিএনপির অষ্ট্রেলিয়া, রাশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং উওর-দক্ষিন আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন তার পছন্দের প্যানেলকে জিতিয়ে আনার জন্যে কর্মকান্ডে লিপ্ত হয়েছেন মর্মে অভিযোগ উত্থাপিত হয়েছে।
আনোয়ার হোসেন খোকন তার পছন্দের প্যানেলকে জিতিয়ে আনার জন্যে নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক কমিটি প্রদানেও তার নিজ জেলা কুমিল্লাকে প্রাধান্য দিয়েছেন অতঃপর তার সমর্থিত প্যানেলকে জিতিয়ে আনার জন্যে সরাসরি ভূমিকা রেখেছেন বলে একটি পক্ষ অভিযোগ করে আসছেন।
এমন অভিযোগের প্রেক্ষিতে নিউইয়র্ক স্টেট বিএনপির কাউন্সিল ২০২৪ এর চিফ ইলেশন কমিশনার কাউছার আহমেদ বলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও নিরপেক্ষতার মাঝে নিউইয়র্ক স্টেট বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। ৪১ সদস্য বিশিষ্ট নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক কমিটিতে বৃহত্তর কুমিল্লার ৫ জন সদস্যও নেই এবং তিনি কোন পক্ষ বা প্যানেল অথবা কোন ব্যক্তির পক্ষেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ভূমিকা রাখেননি।
কাউছার আহমেদ আরও বলেন, বিএনপি শুধু বাংলাদেশেই বৃহত্তম দল নয়, প্রবাসেও বিএনপি সাংগঠনিকভাবে ও জনপ্রিয়তার দিক থেকে দেশের সকল রাজনৈতিক দল গুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে। সংগত কারণে এই দলের যে কোন ইউনিটের নেতৃত্বে আসার প্রতিযোগিতাটাও অনেক বেশি এবং আলোচিত হয়। আনোয়ার হোসেন খোকন সম্পর্কিত অভিযোগ কেবলমাত্র ইলেশন রেটরি ছাড়া আর কিছুই নয়। ইনশাআল্লাহ আমরা নিরপেক্ষভাবে কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন করতে পারব।
বিএনপির নিউইয়র্ক মহানগর দক্ষিণ এর কাউন্সিল অনুষ্ঠানের চিফ ইলেকশন কমিশনার এমলাক হোসেন ফয়সালও একই কথা বলেন। তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি অতিতের চেয়ে অনেক বেশি বিএনপির সাংগঠনিক তৎপরতা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন চালিয়েছেন। এ জন্যে কাউন্সিল অনুষ্ঠানগুলো প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক হচ্ছে। যেকোন নির্বাচনে প্রতিযোগিতা যতবেশি হবে তত বেশি কথা হবে। তবে মোদ্দাকথা হলো, কোন ব্যক্তি, পক্ষ বা প্যানেলকে সমর্থন জানাননি আনোয়ার হোসেন খোকন। তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভুয়া।
কিউএনবি / শামীম/২০.০৪.২০২৪/রাত ৮.০১