স্পোর্টস ডেস্ক : রাজস্থান রয়্যালসের বিপক্ষে গতকালকের ম্যাচে মন্থর ওভারের জন্য অভিযুক্ত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই অভিযোগে কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
এবারের আসরে কলকাতার বিপক্ষে মন্থর ওভারের জন্য এটাই প্রথম অভিযোগ। ফলে নিয়ম অনুযায়ী ১২ লাখ রুপি জরিমানা দিতে হচ্ছে দলটির অধিনায়ককে। একই অভিযোগে ফের অভিযুক্ত হলে আরও বড় অঙ্কের জরিমানা গুনতে হবে তাকে।
সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে জরিমানা করা হয়েছে। তার দল টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৭ এপ্রিল ইডেন গার্ডেনসে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হয়েছে। যেহেতু এটি তার দলের বিরুদ্ধে প্রথম অভিযোগ, তাই আইপিএলের কোড অব কন্টাক্ট অনুযায়ী আইয়ারকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’
এই ম্যাচে আগে ব্যাট করে সুনীল নারিনের সেঞ্চুরিতে ভর করে ২২৩ রান সংগ্রহ করে কলকাতা। মাত্র ৫৬ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১০৯ রানের ঝলমলে ইনিংস খেলেন নারিন। ২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জস বাটলারের ৬০ বলে ১০৭ রানের ইনিংসে ভর করে ইনিংসের শেষ বলে ২ উইকেটের জয় পায় রাজস্থান। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রাজস্থান। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে কলকাতা।
কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৪,/রাত ৯:২৪