ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীতে ঝড়বৃষ্টির পরও কমেনি তাপমাত্রা। বুধবার (১৭ এপ্রিল) সকালেও ছিল তীব্র রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা যেন আরও বাড়তে থাকে। গরমে নগরবাসীর হাঁসফাঁস অবস্থা। ঘরে বাইরে সবখানেই শরীর থেকে ঝরছে ঘাম। তবে দুপুরের পর থেকে আকাশে গুমোট ভাব দেখা যায়। সন্ধ্যার আগেই ঝড়ো বাতাস শুরু হয়। পরক্ষণেই নামে বর্ষণ।
বৃষ্টিতে গরমের প্রভাব কিছুটা কমেছে। বাতাসে শীতল অনুভব হলেও অনেকেই ভোগান্তিতে পড়েন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সময় সংবাদের প্রতিবেদকরা জানান, বৃষ্টির কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন ভ্রাম্যমাণ দোকানি, পথচারী এবং রিকশার চালকরা। বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়।
রাত ১টা পর্যন্ত দেয়া পূর্বাভাসে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন- ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোতে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৪,/রাত ৮:৫৫