মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসে তাৎপর্য ও গুরত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বক্তব্য রাখেন।
কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৪,/দুপুর ২:৫৫