আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। প্রার্থীরা নিজেদের সমর্থিত লোকজন নিয়ে ১৫ এপ্রিল রবিবার উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল গাফফার মুকুল, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ আল আমিন, বিএনপি উপজেলা শাখার আহবায়ক মোঃ বাবর আলী বিশ^াস, বিএনপির অন্য গ্রুপের আহবায়ক ইয়াজদানি জর্জ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) ভোলাহাট সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক ও নতুন প্রজন্মের নেতা মোঃ হুসেন আলী, উপজেলা বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক এমপি’র ব্যক্তিগত সহকারি কায়সার আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর মোঃ লোকমান আলী।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসাঃ শামহাজাদি বিশ^াস, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোসাঃ শাহনাজ খাতুন, বিএনপি নেত্রী মোসাঃ রেশমাতুল আরশ রেখা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।ভোলাহাট উপজেলা সহকারি রিটার্নিং অফিসার মোঃ শাজাহান মানিক জানান,শেষ দিন পর্যন্ত তিনটি পদে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি বলেন, মনোনয়নপত্র বাছায় হবে ১৭ এপ্রিল, আপিল দায়ের ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২৩ এপ্রিল, ভোট গ্রহন হবে ৮ মে। উল্লেখ্য, ভোলাহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ২’শত ২৯ জন।
কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৫২