বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: শফিকুল ইসলাম (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। স্বজনরা যখন ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই শফিকুলের মৃত্যুর খবরটি আসে। বৃহস্সপতিবার সকাল পৌনে ৮টার দিকেঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে শফিকুল মৃত্যুবরণ করেন।মারা যাওয়া শফিকুল ইসলাম বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর উত্তর পাড়ার ইদন মিয়ার ছেলে। গত বুধবার তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন।
আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইউসুফ আলি মজুমদার ওই প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।পরিবারিক সূত্র জানায়, শফিকুল পরিবারের সঙ্গে ঈদ পালন করতে সৌদিআরব থেকে বাড়িতে আসেন। ঈদের তিনদিন পর তার সৌদিআরব চলে যাওয়ার কথা। প্রবাসে চলে যাবেন বলে নিজের মোটরসাইকেলটি বিক্রি করে দেন। নতুন মালিককে তিনি বলে রেখেছিলেন যে, প্রবাসে যাওয়ার আগ পর্যন্ত তিনি মোটরসাইকেলটি চালাবেন। ওই মোটরসাইকেলটি নিয়ে বুধবার দুপুরে আউলিয়াবাজার থেকে তার নিজের বাড়িতে ফেরার পথে ভিটিদাউদপুর মধ্যে পাড়া এলাকায় গাছের সাথে ধাক্কা লাগলে শফিকুল আহত হন। আহত অবস্থায় শফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কিউএনবি/অনিমা/১১এপ্রিল ২০২৪/সকাল ১১:৫১