বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার রাত পৌণে একটার দিকে কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সকাল পৌণে আটটায় রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন উদ্ধার কাজ শেষ হলেও আপ লাইনে চলাচল স্বাভাবিক হয়নি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ রেললাইন মেরামত চলছে। রেলওয়ের একাধিক সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী কন্টেইনার ট্রেন রাত পৌণে একটার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় লাইনচ্যুত হয়। ট্রেনটির একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি কনটেইনার ট্রেন রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর দাড়িয়াপুর এলাকায় ট্রেনটির একটি বগির দুইটি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে করে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসে।
কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৪/দুপুর ১:০৬