বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ১০ এপ্রিল বুধবার থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পাঁচদিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়িদের দু’টি সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ওই সময়ে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে। এদিকে আরেকটি সূত্র জানায়, ব্যবসায়িক এ ছুটি পাঁচদিন থেকে বেড়ে ছয়দিন হতে পারে। বাংলাদেশের ব্যবসায়িরা ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ধরে ছুটির সময় নির্ধারণ করেন। তবে ভারতে পহেলা বৈশাখ উদযাপিত হবে ১৫ এপ্রিল। অন্যদিকে ১৬ এপ্রিল সেখানে আরো একটি অনুষ্ঠান আছে।
পবিত্র শবে কদর উপলক্ষে রবিবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। সোমবার সকাল থেকে আবার কার্যক্রম শুরু হয়। মঙ্গলবারও দিনভর আমদানি-রপ্তানি হওয়ার কথা জানিয়েছেন বন্দরের সংশ্লিষ্ট ব্যবসায়িরা। এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাসিবুল হাসান জানান, বাংলাদেশের ব্যবসায়িরা ঈদ উপলক্ষে পাঁচদিনের বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। এখন ভারতীয়রা যদি নতুন কোনো সিদ্ধান্তের কথা জানান তাহলে সেটি বাংলাদেশের ব্যবসায়িদেরকেও জানিয়ে দেওয়া হবে।
কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৪/দুপুর ১:৫১