বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ব্রাহ্মণমুড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর হাজী মোঃ আবু ছায়েদ মিয়া বৃহস্পতিবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন… ইন্না-লিল্লাহ….. রাজিউন। মৃত্যুকালে তার বয়স তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। সে স্ত্রী, ২ছেলে, ৩মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাগেছে গত কয়েকদিন আগে তিনি বাড়ির পাশে রাস্তায় পরে গিয়ে সামান্য আঘাতপ্রাপ্ত হলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কয়েকদিন চিকিৎসার পর বৃহস্পতিবার সকালের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতের বেলা মরহুমের লাশ বাড়িতে আসলে স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
মরহুমের বড় ছেলে মোঃ মানিক মিয়া, ছোট ছেলে মোঃ মাসুম মিয়া ও এলাকাবাসী জানান, তিনি মৃত্যুর আগ পর্যন্ত জগন্নাথপুর আমতুলী নূরে মদিনা জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জগন্নাথপুর ঈদগাহ পরিচালনায় কমিটিরও সভাপতি ছিলেন। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তার সহপাঠীরা জানাযার পূর্বে তার বর্ণিল কর্ম জীবন সম্পর্কে আলোচনা করেন। আলোচনা থেকে জানা গেছে, মরহুম হাজী আবু ছায়েদ মিয়া এলাকার সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ সময় তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আজ শুক্রবার বাদ জুমা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় প্রায় হাজারো মানুষে উপস্থিতি লক্ষ্য করা গেছে। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনকার্য শেষে উপস্থিত সকলকে নিয়ে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৪/বিকাল ৪:১৪