খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : সাংবাদিক নির্যাতন মামলায় ভেদরগঞ্জের দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্রভাবশালী চেয়ারম্যান শাহাজালাল মালকে আসামী শ্রেণিভূক্ত করে চার্জশীট গ্রহণ করেছে আদালত। রোববার (২৪ মার্চ) বাদীর নারাজীর ভিত্তিতে শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এই কার্যক্রম গ্রহণ করেন।
এই সময় আদালতে অনুপস্থিত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়েছে।মামলার বাদী পক্ষে নিযুক্ত আইনজীবী ও আদালত সূত্রে জানাগেছে, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানের অপকর্ম ও জোর দখলের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করে ২০২২ সালের ৩ ফেব্রæয়ারী জেলা শহরে ফিরছিলেন নয়া শতাব্দী পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুল, ডিবিসি প্রতিনিধি রাজিব হোসেন রাজন ও চ্যানেল এস ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম। তখন চেয়ারম্যান শাহাজালাল মাল ও তার ভাই মিন্টু মাল তাদের সন্ত্রাসী বাহিনীদের নিয়ে সাংবাদিকদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
সাংবাদিকদের কাছে থাকা দুইটি ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এই বিষয়ে চারদিন পরে সখিপুর থানায় জিআর ১৭/২০২২ নং মামলা হয়। সখিপুর থানা পুলিশ দীর্ঘ ৬ মাস তদন্ত করে চুড়ান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করে। পরবর্তীতে বাদী নারাজী দিলে জেলা সিআইডি পুলিশ দীর্ঘ দেড়বছর তদন্ত শেষে প্রধান অপরাধী শাহাজালাল মালকে বাদ দিয়ে তার ভাই মিন্টু মালসহ ২ জন আসামীর নাম উল্লেখ করে চার্জশীট দাখিল করে।বাদী পুনরায় আদালতে নারাজী দিলে রোববার উভয় পক্ষের আইনজীবী নারাজীর বিষয়ে দীর্ঘ শুনানী করেন। শুনানী শেষে আদালতের বিচারক প্রধান আসামীকে চার্জশীটে অন্তভূক্ত করে চার্জশীট গ্রহণ শেষে অনুপস্থিত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।
মামলার বাদী সাংবাদিক খোরশেদ আলম বাবুল বলেন, চেয়ারম্যান শাহাজালাল মাল তদন্ত কর্মকর্তাদের প্রভাবিত করায় একাধিকবার তার পক্ষে প্রতিবেদন চলে যায়। আমি আদালতের প্রতি বিশ্বাস রেখে দ্বিতীয় বারের মতো নারাজী দেই। আদালত আমার আবেদনের ভিত্তিতে চেয়ারম্যান শাহাজালাল মালকে আসামী শ্রেণিভূক্ত করেছে। আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হইনি।বাদী/রাষ্ট্র পক্ষে শুনানি শেষে সিনিয়র এডভোকেট মুরাদ মুন্সী বলেন, আদালতে দীর্ঘ সময় শুনানি করেছি। শুনানি শেষে আদালত শাহাজালাল মালকে প্রধান আসামী হিসেবে চার্জশীটে অর্ন্তভূক্ত করেছেন। অনুপস্থিত আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছেন।
কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৪/বিকাল ৩:৫০