নরসিংদী প্রতিনিধি: ব্যস্ত একটি চত্বরে ডাকা হয় সমাবেশ বন্ধ করে দেওয়া হয় তিনটি রাস্তা দুর্ভোগে পড়েন পথচারী ও পরিবহন যাত্রীরা। সমাবেশ স্থলের পাশেই তিনটি হাসপাতাল ও একটি মাদ্রাসা এসব উপেক্ষা করেই বিকট শব্দে চালানো হয় মাইক এতে বেশ ভোগান্তিও হয় রোগীদের।
বুধবার বিকেলে মাধবদীর গরুর হাট (চড়কা চত্বর) মোড়ে মাধবদী পৌরসভা নাগরিক কমিটির ব্যনারে এই সমাবেশ ডাকা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মাধবদী পৌরসভা নাগরিক কমিটির আহবায়ক সালাহউদ্দিন আহমেদ। সমাবেশ চলাকালে তিনটি রাস্তা বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এছাড়াও এই সমাবেশ স্থলের কাছেই তিনটি হাসপাতাল টানা মাইকের বিকট শব্দে তাদেরকেও অস্থিরতায় ভুগতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি হাসপাতালের কমকর্তা বলেন, এমন টানা মাইকের বিকট শব্দে রোগীসহ আমাদেরকে সমস্যায় পড়তে হয় প্রায় সময়ই বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম হয় এখানে আর বাজানো হয় মাইক।
তিনি বলেন হাসপাতালে আসা রোগীদের কথা বিবেচনা করে যদি স্থান পরিবর্তন অথবা মাইক না বাজিয়ে এমন অনুষ্ঠান হয় তবে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে না। সভায় উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান মনির, আনোয়ার হোসেন (সাবেক কমিশনার) মাধবদী পৌরসভা। কাউন্সিলর মনির শাহ , এস এম সেলিম সিকু, জাকির কমিশনার প্রমুখ।
সভাটি মাধবদী পৌরসভা নাগরিক কমিটির ব্যনারে হলেও উপস্থিতি ছিলো পৌরসভার বাইরে আশেপাশের ইউনিয়ন থেকে আগত ব্যক্তিদের। তবে সাময়িক ভাবে এমন জনদূর্ভোগের জন্য সভাটি থেকে দুঃখ প্রকাশ করা হয়।
কিউএনবি/আয়শা/২৮.০২.২০২৪/রাত ৮:৫০