বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভারতের উজান থেকে আসা পানিতে গত সপ্তাহে তলিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তবর্তী শিবনগর এলাকার ১০০ বিঘার মতো জমি। অথচ পাশেই একটি খাল, যা দিয়ে পানি প্রবাহিত হয়ে সরে যাওয়ার কথা। তবে আবর্জনা ও কচুরিপানায় পানি প্রবাহ বন্ধ থাকায় সেটা সম্ভব হচ্ছিল।অবশেষে আবর্জনা ও কচুরিপানা সরানোর ছোট্ট উদ্যোগের ফলে কৃষকের মুখে হাসি ফুটেছে। কুড়ি খাল দিয়ে এখন সেই পানি সরতে শুরু করেছে। এতে পানিতে তলিয়ে থাকা জমির ধানের চারা রক্ষা পাবে। কৃষকরা লোকসান থেকেও বেঁচে যাবে। খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় পাহাড়ি ঢলে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকার কুড়ি বিলের ১০০ বিঘার মতো জমি পানিতে তলিয়ে যায়। বিলে ধানের চারা লাগানো থাকায় কৃষকরা ক্ষতির মুখে পড়ে। এ অবস্থায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম সবুজ বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। পরামর্শ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তারের সঙ্গে। এ অবস্থায় রবিবার থেকে হলি খাল নামে খাল থেকে আবর্জনা ও কচুরিপানা সরানো শুরু হয়। সোমবার সকাল থেকেও ২৫ জন শ্রমিক সেখানে কাজ করে। এরপর থেকেই জমিতে জমে থাকা পানি সরতে শুরু করে। মঙ্গলবারও সরানোর কাজ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কৃষক মো. শাহজাহান ভুইয়া বলেন, ‘ধান গজানোর মুহুর্তে পানি এসে আমাদের জমি তলিয়ে যায়। আমার সাত কানি জমি রয়েছে ওই বিলে। এখন কচুরিপানা ও আবর্জনা সরানোয় পানি সরতে শুরু করেছে। আশা করছি এখনই পানি সরে গেলে ধান গাছের ক্ষতি হবে না। এ উদ্যোগের ফলে আমরা খুব খুশি। তবে এর একটা স্থানীয় সমাধান দরকার।’এ বিষয়ে রফিকুল ইসলাম সবুজ বলেন, ‘অনেক দিন ধরেই এ সমস্যা চলছিল। গত সপ্তাহে ভারতীয় পানিতে কুড়ি বিলের ১০০ বিঘার মতো জমি তলিয়ে গেলে কৃষকরা ক্ষতির মুখে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে শ্রমিকদের মাধ্যমে কচুরিপানা ও আবর্জনা সরানো হয়। এখন পানি আস্তে আস্তে সরতে শুরু করেছে। আশা করি আরেকদিন কাজ করলে পুরো পানি সরে যাবে।’আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তার বলেন, ‘অনেক আগে থেকেই এ সমস্যা। স্থানীয়রা নিজ উদ্যোগে আগে কাজটি করেছে। এখন উপজেলা পরিষদ থেকে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থায়ীভাবে সমস্যা সমধানের জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। খালটি খনন ছাড়া স্থায়ী সমাধান করা সম্ভবপর হবে না।’
কিউএনবি /অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:০৬