সাহিত্য ডেস্কঃ কানাডা প্রবাসিনী, বিজ্ঞানী, প্রফেসর ড.ইসমেত আরা মুন এর জীবনালেখ্য গ্রন্থ ‘আমার যত কথা’র মোড়ক উম্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল ২২.০২.২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়, ৩৬, তোপখানা রোড, ঢাকা’র ফার ইস্ট টাওয়ারের ২১তলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে ড. মো. ইব্রাহীম হোসেন খান,.সাবেক সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সভাপতি টাঙ্গাইল জেলা সমিতি ঢাকা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,বাণিজ্য মন্ত্রণালয়, ড.খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ, জনাব লুৎফর রহমান লেখক ও রাজনীতিবিদ, খুজিস্তা নূর ই নাহরিন মুন্নি, লেখক ও ম্যানেজিং ডাইরেক্টর, মডার্ন সিকিউরিটিজ লিঃ এবং কামরুল ইসলাম সাধারণ সম্পাদক, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ।
বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি ড. মো. ইব্রাহীম হোসেন খান,.সাবেক সচিব।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, ড. গাজী মোঃ সাইফুজ্জামান, মহাপরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সঞ্চালনায় ছিলেন, খন্দকার ইসমাইল, প্রখ্যাত টিভি উপস্থাপক। আমার যত কথা’র মোড়ক উম্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানটি যৌথ ভাবে আয়োজন করেন রাদ্ধ প্রকাশ ও এক্টিনো বাংলাদেশ ফাউন্ডেশন।
প্রধান অতিথি সহ বিশেষ অতিথিগণ কানাডা প্রবাসিনী, বিজ্ঞানী, প্রফেসর ড.ইসমেত আরা মুন এর জীবনালেখ্য গ্রন্থ ‘আমার যত কথা’র সাফল্য কামনা করেন এবং সুখপাঠ্য এই গ্রন্থটি পাঠ করে সকলের জীবনে এর শিক্ষণীয় বিষয়গুলো অনুসরণ করার আহবান জানান।
আমার যত কথা’র প্রচ্ছদ।
লেখিকা ড.ইসমেত আরা মুন তাকে এবং তার অনবদ্য সৃষ্টি ‘আমার যত কথা’কে সম্মানিত ও সমাদৃত করার জন্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কিউএনবি/ বিপুল/ ২২.০২.২০২৪ খ্রিস্টাব্দ/রাত ১১.৩০